এবার ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে ওএলএক্স গ্রুপ

১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:০৫  

এবার ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অনলাইন মার্কেটপ্লেস ওএলএক্স গ্রুপ। বিশ্বব্যাপী মন্দা এবং মন্দার আশঙ্কার মধ্যে কোম্পানী ঢেলে সাজানোর অংশ হিসেবে কোম্পানিটি বিশ্বজুড়ে তাদের মোট কর্মীবাহিনীর ১৫ শতাংশ বা ১,৫০০ কর্মী ছাঁটাই করতে চলেছে।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ভিসিসার্কেল এক প্রতিবেদনে জানিয়েছে, ওএলএক্স ছাঁটাইয়ে কতজন ভারতীয় কর্মী চাকরি হারাবে সেটি এখনও স্পষ্ট নয়।

তবে এই ছাঁটাইয়ের ফলে কোম্পানির অটো ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সম্ভবত ভারতের ইঞ্জিনিয়ারিং এবং অপারেশন টিম ক্ষতিগ্রস্থ হবে।

কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, “পরিবর্তিত সমষ্টিগত অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে ওএলএক্স ব্যয় কাঠামো কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কোম্পানি জুড়ে আমাদের কর্মী বাহিনীর সংখ্যা কমাচ্ছি। আগামীতে কোম্পানীর বৃদ্ধির জন্য এই পদক্ষেপ গ্রহণ প্রয়োজন”।

দক্ষিণ আফ্রিকাভিত্তিক ইন্টারনেট জায়ান্ট নাসপার্স নিয়ন্ত্রিত প্রোসাসের মালিকানাধীন কোম্পানিটির বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি কর্মী রয়েছে।

ডিবিটেক/বিএমটি